
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
আগামী ১ ডিসেম্বর ২০২৫, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বিজয়নগর ইছাপুরা ইউনিয়নে আগমন উপলক্ষে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর (সোমবার ) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা মোড়ে ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকেই ডালপা মোড় এলাকা দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সভার অন্যতম আকর্ষণ ছিল ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মুহাম্মদ আরাফাতের নেতৃত্বে বের হওয়া বিশাল মিছিল। ৭ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে একটি সুসজ্জিত মিছিল স্লোগানে স্লোগানে সভাস্থলে এসে যোগ দিলে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
৬ ও ৭ নং ওয়ার্ডের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোঃ ছিদ্দিকুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা মোঃ গিয়াসউদ্দিন।
শাহীন আলম ও শাহ আলমের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আবুল কাসেম, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বার, সাবেক মেম্বার আবু ছায়েদ, জাহাঙ্গীর মিয়া, ফেরদৌস ও ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মুহাম্মদ আরাফাত।
সভায় স্বাগত বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন মুহাম্মদ সাগর, নজরুল ইসলাম, আলম, মিজান মিয়া, রমজান আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী ১ ডিসেম্বর ইছাপুরা ইউনিয়ন বিএনপির জনসভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আগমনকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এসময় নেতৃবৃন্দ আগামী ১ ডিসেম্বরের জনসভা সফল করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে উপস্থিত হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।