1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমান খান ওমরের ইন্তেকাল এক বর্ণময় জীবনের অবসান নেত্রকোণা দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার ঢাকায় গ্রেফতার হোমনায় আক্তারুজ্জামান সরকারের মতবিনিময় সভায় গণজোয়ার। বসতঘরের সামনে টিনের ভেড়া দিয়ে পথ বন্ধ ভোগান্তিতে জামাল হোসেন পাটোয়ারীর পরিবার। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতী বোরহান উদ্দিন কাসেমীর বিজয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঐক্যের ডাক নেত্রকোণায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা ঐক্যবদ্ধ হয়ে জনগনের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ ড. এ কে এম জাহাঙ্গীর, সাবেক সচিব এর লেখা বইয়ের তালিকা বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন দালালদের সুযোগ সুবিধা না দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ অকাল প্রয়াত রেদোয়ান

বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমান খান ওমরের ইন্তেকাল এক বর্ণময় জীবনের অবসান

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

৪ নভেম্বর ২০২৫ – এক বর্ণময় জীবনের অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার ভোরে সরাইল উচালিয়াপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট সাংবাদিক আবদুর রহমান খান ওমর (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিজয়নগর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আবদুর রহমান খান ওমর ছিলেন বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কৃতি সন্তান। তাঁর সাংবাদিকতা জীবন ছিল দীর্ঘ এবং গৌরবময়। নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলতে তিনি কখনও পিছপা হননি। তাঁর লেখনী ছিল ধারালো এবং তথ্যসমৃদ্ধ, যা পাঠকদের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করত।
গতকাল বাদ জোহর উচালিয়াপাড়া বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এরপর বিজয়নগরের পত্তন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাজায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের ভারপ্রাপ্ত সভাপতি সারুয়ার হাজারী, বিজয়নগরের সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় প্রমাণ করে তাঁর জনপ্রিয়তা ও মানুষের হৃদয়ে তাঁর স্থান।
জানাজার নামাজ শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর বড় ছেলে বাবার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
আবদুর রহমান খান ওমরের মৃত্যুতে সাংবাদিকতা জগতে এক শূন্যতার সৃষ্টি হলো। তাঁর অবদান বিজয়নগরের সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর আদর্শ ও নীতি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট