
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর মোড়ে যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৫ ইং) মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগর প্রেসক্লাব সংলগ্ন অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ আরাফাত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জীবন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম, যুবদল নেতা ফয়সাল ও মুন্নাসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইছাপুরা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ইকবাল হোসেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপন নয়—এটি গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি নবায়নকৃত অঙ্গীকারের দিন।