
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর পূর্বপাড়ায় ২৩ অক্টোবর দিবাগত রাতে রৌশন আলী ও বারেক মিয়ার চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রাত আনুমানিক দুইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। গরু, হাঁস-মুরগি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ— দীর্ঘদিনের রাস্তা নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দিয়েছে।
অন্যদিকে প্রতিপক্ষরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে— ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলী ইমরান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আরজু মেম্বার, ফরিদ মেম্বার, মোশারফ মেম্বার, আবু মেম্বার, যুবদলের সভাপতি সোহাগ খন্দকার সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমাণ ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের দাবী জানান।