
অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-
দুই বছরের সফল মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের কার্যক্রমে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে, যা ক্লাবের সাংগঠনিক ধারাবাহিকতা ও সাংবাদিকদের পেশাদারিত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রেসক্লাবের কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের নির্বাচনকে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ থেকে ১৮ অক্টোবর মনোনয়নপত্র উত্তোলন, ১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২০ অক্টোবর বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১ নভেম্বর ২০২৫ তারিখে সারাদিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে ঘিরে রাজশাহীজুড়ে সাংবাদিক সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই নির্বাচনী আয়োজনকে গণমাধ্যমের ঐক্য, সৌহার্দ্য ও মর্যাদার প্রতীক হিসেবে দেখছেন।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সাংবাদিকদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজ ও ভোট পর্যবেক্ষণ আয়োজন করা হবে, যা পেশাজীবী মহলে বন্ধন ও সম্প্রীতি আরও জোরদার করবে।
প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী মডেল প্রেসক্লাব আঞ্চলিক সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দায়িত্ব হস্তান্তর ও নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ায় সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার হয়েছে—একটি আধুনিক, প্রাণবন্ত ও দায়িত্বশীল প্রেসক্লাব গঠনের প্রত্যাশায়।