
জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০২৫ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় নেত্রকোণা জেলা প্রশাসন এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মোক্তারপাড়া মাঠে গিয়ে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভায় মিলিত হয়।
নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ গোলাম মওলা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক হাফিজুর রহমান, জেলা প্রেসক্লাব সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ।
দূর্যোগ প্রশমনে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি কল্পে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও নানা শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।