অন্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কাজিপুরে গাক চক্ষু হাসপাতাল এর সহায়তায় এক চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেলে তিনটা পর্যন্ত উপজেলার সোনামুখীতে এই চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। নবজাগরনী ক্রীড়া সংঘের ব্যবস্থাপনায় ডাক্তার আসিফ নেওয়াজ মোট দুইশ নয়জন চক্ষুরোগীর চিকিৎসা দেন। এদের মধ্যে ছানি আইাপি ৬১ জন, ১৭ জনকে চশমা প্রদান এবং ৪৪জন রোগীকে হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার জন্যে নেয়া হয়েছে বলে জানান গাক চক্ষু হাসপাতালের আউটরিচ অফিসার শাহিনুর আলম। সকালে চিকিৎসা সেবার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবজাগরনীর ক্রীড়া সংঘের কার্যকরী সদস্য আনিসুর রহমান ও এনামুল হক।