1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

জান্নাতুল মাহুয়া কর্পোরেশনকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন নুরে আলম ছিদ্দিকী।

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ :-

মেসার্স জান্নাতুল মাহুয়া কর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আলহাজ্ব নুরে আলম ছিদ্দিকী প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
তিনি এক লিখিত প্রতিবাদপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আলী হোসেন বিজয়নগরের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে তাকে ও তার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করেছেন। উক্ত বক্তব্য ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
নুরে আলম ছিদ্দিকী দাবি করেন, আলী হোসেন সংবাদ সম্মেলনে বলেন যে তিনি মেসার্স ফুরফুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মিনালের সঙ্গে ৩১ মে ২০২৫ তারিখে চুক্তি সম্পাদন করেছেন। কিন্তু প্রকৃত সত্য হলো— মেসার্স ফুরফুরী ট্রেডার্সের সাথে জান্নাতুল মাহুয়া কর্পোরেশনই ২৫ মার্চ ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র সম্পাদন করে এবং সেই অনুযায়ী সরকারি নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, “আমার এবং আমার প্রতিষ্ঠানের সঙ্গে মোঃ আলী হোসেন বা তার প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক সম্পর্ক বা বিরোধ নেই। তবুও তিনি স্থানীয় কিছু লোকজনকে প্রলুব্ধ করে আমার বৈধ কার্যক্রমে বাধা প্রদান করছেন, যা সম্পূর্ণ অনৈতিক।”
নুরে আলম ছিদ্দিকী জোর দিয়ে বলেন, তিনি নিয়মিতভাবে সরকার নির্ধারিত সকল প্রকার কর, ভ্যাট ও ট্যাক্স প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

মোহাম্মদ আলহাজ্ব নুরে আলম ছিদ্দিকী স্বত্বাধিকারী, মেসার্স জান্নাতুল মাহুয়া কর্পোরেশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট