1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও জাল নোটসহ চার নারী গ্রেফতার। বরুড়ায় ৯৩ পূজামণ্ডপে দুর্গাপূজা: সম্প্রীতির উৎসব, আইন-শৃঙ্খলায় কঠোর পদক্ষেপ। দেশ এডিশন: তরুণ সম্পাদক মোঃ নাজমুল হক (রনি) এর নতুন গণমাধ্যম আত্মপ্রকাশ নেত্রকোনায় ৫১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় প্রশাসনের কড়া নজর কাজিপুরে টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয়নগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মুহাম্মদ আরাফাতের শুভ জন্মদিন উদযাপিত। কাজিপুরে দুর্গাপূজায় পাশে থাকবে উপজেলা বিএনপি। নেত্রকোনায় পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। জান্নাতুল মাহুয়া কর্পোরেশনকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন নুরে আলম ছিদ্দিকী।

হেফাজতে ইসলামের বিজয়নগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা: ভণ্ড নাঈম গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

১০ সেপ্টেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার, বিজয়নগর উপজেলার, চম্পকনগর মাদ্রাসা ময়দানে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দাঃবাঃ-কে নিয়ে ভণ্ড নাঈম গং কর্তৃক কটুক্তির দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার লক্ষ্যে হেফাজতে ইসলামের বিজয়নগর উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় চম্পকনগর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুফতী এনামুল হক বাশারী এবং মুফতী রহমতুল্লাহ কাসেমীর যৌথ সঞ্চালনায় হেফাজত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সভায় বক্তারা ভণ্ড নাঈমী, আক্তার পূর এবং আবদুর রহমান নাঈমকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাদের দ্রুত গ্রেফতার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় বক্তব্য রাখেন মাওলানা আস্রাফ আলী হরষপুরী, মুফতী এনামুল হক বাশারী, মাওলানা বশির আহমেদ, নাফিউল হক চৌধুরী, মাওলানা তাফাজ্জল হক, মাওলানা গিয়াসউদ্দিন খাদেম, মাওলানা বদরুল আলম শাজাহান, হাফেজ ক্বারী মুবাশ্বির হোসাইন, মাওলানা মনচুর আহমেদ, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা ইয়াসিন হাসান, হাফেজ মাওলানা নিজামুদ্দিন খান, মুফতী রইছউদ্দিন আমিনী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কবির হোসাইন, মুফতী কেফায়েত উল্লাহ, মাওলানা আহম্মদ হোসাইন এবং মাওলানা লুৎফর রহমান সাদী।
সভায় উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন নিবেদকের ভূমিকা পালন করেন।

সভাপতি মাওলানা শফিকুল ইসলাম আগামী দিনের কর্মসূচী ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে:
১৪ সেপ্টেম্বর: উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান।
২১ সেপ্টেম্বর: চান্দুরা হতে বিজয়নগর উপজেলা পর্যন্ত গণমিছিল।
১০ অক্টোবর: সমাবেশ।
উপস্থিত সকল নেতৃবৃন্দ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দাঃবাঃ-এর প্রতি কটুক্তির তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন।
`

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট