ডেক্স রিপোর্টার
চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রঘুরামপুর পশ্চিম পাড়া ও উল্লাশ্বর পূর্ব পাড়ায় সাংবাদিকের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন চলছিল।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শাহারাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে অবগত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ ড্রেজার বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করে এসব অবৈধ ড্রেজার চালানো হচ্ছিল। প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন। “স্থানীয় সূত্র জানিয়েছে, ড্রেজার মালিকরা আবারও অবৈধভাবে ড্রেজার চালানোর চেষ্টা করতে পারে।