আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা, সাতগাঁও শাহী ঈদগাহের পূর্বপাশে অবস্থিত জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও কারিগরি শিক্ষালয়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ৯ম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১০০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইয়াছিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুল ইসলাম বাচ্চু মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম ঠিকাদার।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম বলেন, “নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকেই নারীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছে। এই সেলাই প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী হতে এবং পরিবারে সচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি এই মহৎ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বাচ্চু মাস্টার বলেন, “জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা এই অঞ্চলের নারী শিক্ষার প্রসারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে তারা শুধু শিক্ষাই দিচ্ছে না, বরং কর্মসংস্থানের সুযোগও তৈরি করে দিচ্ছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক মুহাম্মদ আবদুল্লাহ আল হৃদয়। তিনি তার বক্তব্যে বলেন, “গণমাধ্যম সবসময়ই এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানায়। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে তাদের মর্যাদা বৃদ্ধিতে সক্ষম হবে। আমরা এই প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।”
প্রেসক্লাব বিজয়নগরের দপ্তর সম্পাদক, সাংবাদিক আলমগীর হোসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “একটি সমাজকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি সেই পথেই নারীদের চালিত করছে, যা একটি আলোকিত সমাজ গঠনে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মুহাম্মদ ফরিদ মেম্বার, সাংবাদিক শাজাহান সরকার, মুহাম্মদ লিটন মিয়া এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ রুনা আক্তার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং সভাপতির সমাপনী বক্তব্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজির সাথে সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং প্রশিক্ষণ শেষে অসহায় ও গরীব ছাত্রীদের বিনামূল্যে সেলাই মেশিনও প্রদান করে থাকে।
Leave a Reply