আবদুল্লাহ আল হৃদয়ঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিজয়নগর উপজেলা শাখার ২৪ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মাওলানা এনামুল হক সুমন মুন্সি এবং সদস্য সচিব হিসেবে মাওলানা নিজাম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা মুহাম্মদুল্লাহ এবং মাওলানা আইয়ুব খান আল আইয়ূবীসহ ২৪ জন সদস্যকে অন্তর্ভুক্ত রয়েছেন।
নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে এবং জেলা ওলামা দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে ।
এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত আহ্বায়ক মাওলানা এনামুল হক সুমন মুন্সি বলেন, “কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে বিজয়নগর উপজেলায় ওলামা দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা বদ্ধপরিকর। দলের দুঃসময়ে যেসকল আলেম-ওলামা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সাথে নিয়েই আমরা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করব।”
সদস্য সচিব মাওলানা নিজাম উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, আমরা তার প্রতিদান দিতে সর্বাত্মক চেষ্টা করব। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের দিকনির্দেশনায় বিজয়নগর উপজেলার প্রতিটি ইউনিয়নে ওলামা দলকে সুসংগঠিত করে দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাব।”
যুগ্ম আহ্বায়ক মাওলানা আইয়ুব খান আল আইয়ূবী বলেন, “এই কমিটি বিজয়নগরে ওলামা দলের কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে। আমরা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মতো একজন বলিষ্ঠ নেতার নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত এবং তার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এই কমিটি ঘোষণার পর বিজয়নগর উপজেলা ওলামা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং আনন্দ প্রকাশ করেন।
Leave a Reply