আবদুল্লাহ আল হৃদয়ঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, ‘মাদার অব ডেমোক্রেসি’ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বিজয়নগর উপজেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, বিজয়নগর উপজেলা মডেল মসজিদে আসরের নামাজের পর এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন কাসেমী। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মজীবন এবং দেশের গণতন্ত্রের জন্য তাঁর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তির নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের ক্রান্তিকালে তিনি বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি যাতে তিনি আবারও আমাদের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে যে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাব। তাঁর মুক্তি এবং সুস্থতাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “একজন নেত্রী নিজের চিন্তা না করে দেশের ও জনগণের চিন্তা করে দেশ ছেড়ে যায়নি।
এ এএইচ এম গোলাম জহির বলেন, “দেশের মানুষ আজ নানা সংকটে জর্জরিত। বেগম খালেদা জিয়ার মতো একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়কই পারেন এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে। তাঁর শাসনামলের উন্নয়ন ও সুশাসন মানুষ এখনো স্মরণ করে।”
ছায়েদ খন্দকার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণ দেশনেত্রীর পাশেই আছে।”
লিটন মুন্সী বলেন, “আমরা বিজয়নগর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অবিচল আছি। তাঁর মুক্তির জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত।” উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা শফিক রায়হান শ্রাবণ, সাবেক ছাত্রদল নেতা রাকিব হাজারী, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হুমায়ূন কবির ভূইয়া, সাহাদাত, মন মিয়া, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বার, মজনু মেম্বার, মুহাম্মদ মারুফ মিয়া, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মুহাম্মদ আরাফাত, হরষপুর ইউনিয়ন বিএনপির জয়নাল মেম্বার, বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, আবদুল কাইয়ুম রাষ্টু, আলী রহমান, আহার মিয়া, আবদুল কাসেম, আবু তাহের, সাবদুল, রিপন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া মাহফিল ও গরীবদের মধ্যে খাবার বিতরণ করেছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা সত্ত্বেও, তিনি দলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। প্রতিবছর এই দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো তাঁর আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
Leave a Reply