আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ রফিকুল ইসলামের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট, ২০২৫) রাত ৯টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। চান্দুরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুহাম্মদ ছায়েদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন আলমগীর, সহ-সভাপতি মুহাম্মদ হুমায়ূন কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এবং জেলা জিসাসের নেতা মন মিয়া।
জন্মদিনের অনুষ্ঠানে ডাঃ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত নেতাকর্মীরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বক্তারা ডাঃ রফিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা ও দলের প্রতি তার দীর্ঘদিনের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুহাম্মদ ছায়েদ খন্দকার তার বক্তব্যে বলেন, “ডাঃ রফিকুল ইসলাম বিজয়নগর উপজেলা বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
চান্দুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন আলমগীর বলেন, “রফিকুল ইসলামের মতো নেতাদের আদর্শকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তার রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের জন্য পাথেয়।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মুহাম্মদ আরাফাত বলেন, “আমরা যুবসমাজ ডাঃ রফিকুল ইসলামের মতো প্রবীণ নেতাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই। তার মতো নেতার জন্মদিন উদযাপন করতে পেরে আমরা আনন্দিত এবং আমরা তার নেতৃত্বে দলের জন্য কাজ করে যেতে চাই।”
সহ-সভাপতি মুহাম্মদ হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, “এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। ডাঃ রফিকুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ নেতার মূল্যায়ন হওয়া প্রয়োজন।”
সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বলেন, “আমরা চান্দুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ডাঃ রফিকুল ইসলামের দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনে তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
জেলা জিসাসের নেতা মন মিয়া, চান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ সোহাগ খন্দকার এবং ইউনিয়ন ছাত্রদলের সম্ভাব্য সভাপতি মুহাম্মদ রিপন মিয়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে ডাঃ রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুতাহের, শাহাদাত, যুবদল নেতা সাবদুল, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ সেলিম মিয়া, নোমান মিয়া এবং ছাত্রদল নেতা আনোয়ার হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
সবশেষে, ডাঃ রফিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তার জন্য দোয়া কামনা করেন এবং দলের দুর্দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply