1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার প্রত্যয়ে যুব দিবস উদযাপিত। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন:গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ। বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ বৃক্ষ   রোপন ও বিতরণ। অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে জেলা প্রশাসককে গণস্বাক্ষর স্মারকলিপি প্রদান। বিজয়নগরে স্বর্ণালংকার চুরি, তিন চোর গ্রেফতার ও মালামাল উদ্ধার। বিজয়নগরে ইউএনও’র নেতৃত্বে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ। বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ। কাজিপুরে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মো. উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড: আহত শিক্ষার্থীদের পাশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই পুনর্জাগরণ উৎসব পালিত।

বিজয়নগরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার প্রত্যয়ে যুব দিবস উদযাপিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা।
অনুষ্ঠানের সভাপতি সাধনা ত্রিপুরা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় তাদের অবদান অনস্বীকার্য।” তিনি আরও বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং তাদের চলার পথ মসৃণ করতে সরকার ও সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবীর। তিনি যুব উন্নয়নে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার জায়মন জাহান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক সারুয়ার হাজারী পলাশ এবং উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব।
বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত থেকে উন্নত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুব ঋণ গ্রহীতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট