1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জননেতা ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ঐকান্তিক প্রচেষ্টায় অবসান হতে যাচ্ছে বিজয়নগরের জনদুর্ভোগ বিজয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা। নেত্রকোণা কেন্দুয়ায় শামীমের হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ড.হিলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি

বিজয়নগরে লম্পট পিতার বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পিতা আটক

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছর বয়সী এক নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে তার পিতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হুমায়ুন মিয়া (৫০) উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের আসকর আলীর ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী নাবালিকার মা বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান ওই নাবালিকা। হুমায়ুন তার প্রথম স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করলেও দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়িতে থাকেন। নাবালিকা কন্যা প্রায়শই বাবার বাড়িতে আসা-যাওয়া করত।
অভিযোগ অনুযায়ী, গত এক মাস ধরেই হুমায়ুন তার মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত রবিবার (৩ আগস্ট) রাতে হুমায়ুন তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনার পর মেয়েটি ইসলামপুরে তার নানার বাড়িতে পালিয়ে যায় এবং সেখানে বিষয়টি জানায়।
এদিকে, ঘটনা প্রকাশ করে দেওয়ার ভয়ে হুমায়ুন তার মেয়েকে হুমকি দিতে থাকে। পরে নাবালিকার মৌখিক অভিযোগের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ি পুলিশ তার মাকে খবর দেয়। মায়ের উপস্থিতিতে বিস্তারিত জানাজানির পর তিনি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন মিয়াকে শশই গ্রাম থেকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট