1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

বিজয়নগরে লম্পট পিতার বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পিতা আটক

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছর বয়সী এক নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে তার পিতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হুমায়ুন মিয়া (৫০) উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের আসকর আলীর ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী নাবালিকার মা বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান ওই নাবালিকা। হুমায়ুন তার প্রথম স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করলেও দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়িতে থাকেন। নাবালিকা কন্যা প্রায়শই বাবার বাড়িতে আসা-যাওয়া করত।
অভিযোগ অনুযায়ী, গত এক মাস ধরেই হুমায়ুন তার মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত রবিবার (৩ আগস্ট) রাতে হুমায়ুন তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনার পর মেয়েটি ইসলামপুরে তার নানার বাড়িতে পালিয়ে যায় এবং সেখানে বিষয়টি জানায়।
এদিকে, ঘটনা প্রকাশ করে দেওয়ার ভয়ে হুমায়ুন তার মেয়েকে হুমকি দিতে থাকে। পরে নাবালিকার মৌখিক অভিযোগের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ি পুলিশ তার মাকে খবর দেয়। মায়ের উপস্থিতিতে বিস্তারিত জানাজানির পর তিনি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন মিয়াকে শশই গ্রাম থেকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট