আবদুল্লাহ আল হৃদয়ঃ-
গত বছরের জুলাই বিপ্লবে শহীদ হওয়া মোহাম্মদ সাজিদুর রহমান ওমরের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) ২০২৫ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে অবস্থিত শহীদ ওমরের সমাধিতে এই কর্মসূচী পালিত হয়।
জেলা প্রশাসনের পক্ষে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ জিয়াউল ইসলাম, মৎস্য কর্মকর্তা সায়মান জাহান, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিজয়নগর থানা পুলিশের পক্ষ থেকে অংশ নেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম।
এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জমির হোসেন দস্তগীর এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, সাংবাদিক এইচ এম জহিরুল ইসলামের নেতৃত্বে পৃথক প্রতিনিধিদল পুষ্পস্তবক অর্পণ করে। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য হেলাল উদ্দিন, উপজেলা মহিলা দলের সদস্য সচিব রিনা আক্তার, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন ও মজিবুর রহমান সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদ ওমরের আত্মার মাগফেরাত এবং জুলাই বিপ্লবের সকল শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান গড়ে ওঠে। এই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিজয়নগরের সন্তান মোহাম্মদ সাজিদুর রহমান ওমর শহীদ হন। পরবর্তীকালে ছাত্র-জনতার এই অভ্যুত্থান সফল হয় এবং ৫ই আগস্ট সরকারের পতন ঘটে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।
Leave a Reply