অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার –
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে এক আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের নতুন একাডেমিক ভবনের দ্বিতীয় তলার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আবুল বাশার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. জাহাঙ্গীর আলম। ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ ফিরোজ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ বাহারুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক আবু তালিব বক্তব্য রাখেন।শিক্ষার্থীদের মধ্যে সম্মান ১ম বর্ষের আবদুর রাজ্জাক, সম্মান ৪র্থ বর্ষের নাজমুল হক ও সম্মান ৪র্থ বর্ষের সুমন হাসান জুলাই গণজাগণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।পরে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply