1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরের তিন ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে আমতলী বাজারে আলোচনা সভায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিজয়নগরকে অখণ্ড রাখার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক মানববন্ধন , বিক্ষোভে উত্তাল চান্দুরা বিজয়নগরের তিন ইউনিয়ন সরাইলে অন্তর্ভুক্তি: সীমানা পুনর্নির্ধারণের বিতর্কে উত্তাল এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের অভিযোগ বিজয়নগরে অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে প্রবাসী কল্যাণ সংগঠন। আওয়ামী লীগের ১৭ বছর আলেম ওলামাগণ নির্যাতনের শিকার ছিলেন- সেলিম রেজা। বিজয়নগরে উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ধর্মঘট: দ্বিতীয় দিনেও জনদুর্ভোগ চরমে। কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিজয়নগরকে অখণ্ড রাখার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক মানববন্ধন , বিক্ষোভে উত্তাল চান্দুরা

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয় ঃ-

১ আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ১০ঘরিকায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে পার্শ্ববর্তী সরাইল-আশুগঞ্জ সংসদীয় আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে চান্দুরায় ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় জনতা। চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়নসহ বিজয়নগরের সর্বস্তরের হাজার হাজার মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চান্দুরা, হরষপুর ও বুধন্তীকে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই শুক্রবার সকাল ১০টা থেকে চান্দুরা এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা।
প্রতিবাদ সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়ন হলো এক মায়ের দশ সন্তানের মতো। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই ভাইদেরকে আলাদা করা যাবে না।” তারা এই সিদ্ধান্তকে বিজয়নগরের ঐক্য এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম রাষ্টু সরকার, চান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ সোহাগ খন্দকার, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা সিহাব ছিদ্দিকী, মাওলানা সাহেদ আলী, মুহাম্মদ নুরুল ইসলাম সর্দার এবং ইসলামী আন্দোলনের মাওলানা জুবায়ের আহমেদ।
প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়ন বিএনপির নেতা আবু তাহের, হরষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইব্রাহিম এবং হাজীপুরের জলফু মেম্বারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
উল্লেখ্য, এই সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবারও বিজয়নগর উপজেলা বিএনপি ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, এই সিদ্ধান্ত বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বিজয়নগরের ১০টি ইউনিয়নকে অখণ্ড রেখে একটিই সংসদীয় আসনে রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট