আবদুল্লাহ আল হ্নদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) জেলা পুলিশের অভিযানে আখাউড়া ও বিজয়নগর থেকে তিনজন করে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে পূর্বের একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল।
আখাউড়া থেকে গ্রেফতারকৃতরা হলেন:
আখাউড়া উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন,ধরখার ইউনিয়নের যুবলীগ সদস্য (নাম উল্লিখিত নয়),মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক (ডাকনাম শিশু)।বিজয়নগর থেকে গ্রেফতারকৃতরা হলেন:হরষপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. চাঁন বাদশা মিয়া,পাহাড়পুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রওশন আলী ভূঁইয়া,
ইসাপুরা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সিনিয়র সভাপতি হাজী ধন মিয়া।
পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply