1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে প্রবাসী কল্যাণ সংগঠন। আওয়ামী লীগের ১৭ বছর আলেম ওলামাগণ নির্যাতনের শিকার ছিলেন- সেলিম রেজা। বিজয়নগরে উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ধর্মঘট: দ্বিতীয় দিনেও জনদুর্ভোগ চরমে। কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেত্রকোণা বারহাট্টা উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খান রিজভীর ইন্তেকাল। দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সভা রাষ্ট্রীয় শোকের দিনে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন না করায় তীব্র সমালোচনা। উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ব্যাপক হতাহতের আশঙ্কা

বিজয়নগরে বর্ণাঢ্য আয়োজনে ‘অভিযান’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অভিযান’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘অভিযান’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি এবং মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক, সাংবাদিক সারোয়ার হাজারী পলাশ। তিনি তার বক্তব্যে ‘অভিযান’-এর দীর্ঘ ২৩ বছরের পথচলায় শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুল কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান খান ওমর, উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণ জিৎ দেব, উপজেলা সমবায় অফিসার রোবিনা আক্তার, বিজয়নগর থানার এসআই শফিক, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসাঈন, অ্যাডভোকেট মোঃ ছানা উল্লাহ, শাহজালাল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহ মোঃ শামসুজ্জামান এবং ইসলামপুর আলহাজ্ব শফিকুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হাজারী উজ্জল।
বক্তারা ‘অভিযান’-এর সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
পরে দুপুর ২টায় ‘অভিযান’ সেন্টারে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে ‘অভিযান’ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা হামদ, নাত, গজল, ইসলামি সংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই সান্ত্বনামূলক পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে লোকসংগীত পরিবেশন করেন গ্রাম বাংলার জনপ্রিয় বাউল শিল্পী অন্ধ সোহেল।
এ সময় অনুষ্ঠানে অতিথি, সাংবাদিক, ‘অভিযান’-এর সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘অভিযান’ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট