1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার নাবিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

মোঃ আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী, কিশোর গবেষক ও উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় Neoteric Youth Summit 2025 এবং তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠেয় Istanbul International MUN 2025 এই দুটি মর্যাদাপূর্ণ সম্মেলনে অংশ নেবেন।
কিশোর বয়সেই নাবিল তার উদ্ভাবনী প্রতিভা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। তিনি ২০টির বেশি সম্মাননা, প্রায় ৩০০ সনদ এবং নাসা থেকে তিনটি স্বীকৃতি লাভ করেছেন। বর্তমানে তিনি Research Academy of Science and Astronomy (RASA)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং Bangla Bot Xplorer (BBX) রোভার টিমের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মেলনগুলোতে নাবিল শিশু অধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিভিত্তিক সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি, তিনি তার উদ্ভাবিত Guardian Angel+ অ্যাপটি উপস্থাপন করবেন। এই অ্যাপটি শিশু ও নারীর নিরাপত্তা বিধানে একটি ডিজিটাল সমাধান, যাতে SOS বাটন, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং AI-ভিত্তিক আবেগ বিশ্লেষণের মতো আধুনিক ফিচার রয়েছে। নাবিলের এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা।
আহনাফ বিন আশরাফ নাবিল হলেন একজন কিশোর গবেষক, সমাজকর্মী ও উদ্ভাবক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
তিনি কোন দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেনঃ- তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠেয় Istanbul International MUN 2025 (১৯-২২ জুন, ২০২৪) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় Neoteric Youth Summit 2025 (২৩-২৬ অক্টোবর, ২০২৫) এ অংশ নিচ্ছেন।
তার উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে:
২০টিরও বেশি সম্মাননা।
২০০-৩০০-এর বেশি সনদ।
নাসা (NASA) থেকে প্রাপ্ত তিনটি স্বীকৃতি।
৬ লাখ ২৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে Neoteric Youth Summit-এর জন্য নির্বাচিত হওয়া।
Guardian Angel+ অ্যাপটি নাবিলের উদ্ভাবিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা শিশু, কিশোরী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
SOS হেল্প বাটন ও লাইভ লোকেশন শেয়ারিং।
মানসিক স্বাস্থ্য সহায়তা ও আত্মহত্যা প্রতিরোধ ফিচার।
রক্তদাতার নেটওয়ার্ক।
AI-ভিত্তিক আবেগ বিশ্লেষণ।
পরিবেশ ও ক্যারিয়ার সচেতনতামূলক কনটেন্ট।
সম্মেলনগুলোতে তিনি বাংলাদেশের শিশু ও যুব সমাজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, শিশু ও মানবাধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG), জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মতো বিষয়গুলো তুলে ধরবেন।
গবেষণা ও সমাজসেবায় তার অন্যান্য কার্যক্রম গুলো হলঃ- তিনি Research Academy of Science and Astronomy (RASA)-এর সহ-প্রতিষ্ঠাতা, Bangla Bot Xplorer (BBX) রোভার টিমের প্রধান গবেষক, Science and Astronomy Club of Research (SACR) এর পরিচালক এবং Volunteers Arena-এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট