1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

ছাত্রশিবির কেন্দুয়া থানা শাখার নতুন সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ও সেক্রেটারি মো. কিরণ হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি কেন্দুয়া থানা শাখার ২০২৫ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে সালাউদ্দিন আইয়ুবী সভাপতি এবং মো. কিরণ হোসেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব লাভ করেন।
২ জুন, সোমবার এক অনাড়ম্বর আয়োজনে এই মনোনয়ন প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান।
মনোনয়ন প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের লক্ষ্য জান্নাতুল ফেরদৌস। এ পথে চলতে হলে আত্মশুদ্ধি, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের আদর্শিক নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। যেখানে কুরআন ও সুন্নাহই হবে পথ নির্দেশক। তিনি আরও বলেন, শুধু নেতৃত্ব পাওয়াই শেষ কথা নয়। বরং আদর্শিক দৃষ্টিভঙ্গি, আত্মউন্নয়ন এবং দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের প্রধান কর্তব্য। আমাদেরকে হতে হবে সৎ, দক্ষ ও আত্মনিবেদিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দুয়া থানা সেক্রেটারি সাইফুল ইসলামসহ শিবির ও জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ও সেক্রেটারি মো. কিরণ হোসেন দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা শিবিরের আদর্শকে ধারণ করে একটি দক্ষ, আদর্শিক ও গতিশীল নেতৃত্ব দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে পালন করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের অন্যতম আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, দাওয়াত, সেবামূলক কাজ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট