জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলায় একটি কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাঁদের মেয়ে আহত হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে।
২৪ মে, শনিবার রাত পৌনে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে নিজাম উদ্দিন (৫০) ও নিজামের স্ত্রী রোকেয়া খাতুন (৪২)। এ ঘটনায় আহত হন তাদের মেয়ে সোমাইয়া খাতুন। নিহত নিজাম উদ্দিন ছিলেন অটোরিকশার চালক ও তার স্ত্রী এবং মেয়ে ছিলেন যাত্রী। আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক রাসেল (৩০) ও হেলপার মেহেদী হাসানকে (২২)। এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে অটোরিকশা চালক নিজাম উদ্দিন তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের অটোরিকশায় করে তাঁর ছেলে অলিউল্লার জন্য পাত্রী দেখতে উপজেলার ফাজিলপুর গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া এলাকায় পৌঁছালে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহত সোমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দসহ কাভার্ড ভ্যানের চালক এবং চালকের সহকারী আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply