1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

কলমাকান্দায় গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা:-নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়ার গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। দিনের বেলা বন্ধ থাকলেও মধ্যরাত থেকে ভোর পর‌্যন্ত চলে এই বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে এই নদীতে প্রশাসনের নজরদারি না থাকায় চক্রটি ব্যবহার করছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই নদী থেকে বালু তোলার জন্য সরকারিভাবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। সোমবার রাতে ওই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসময় তিন ব্যক্তিকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কর্মকান্ডে জড়াবে না মর্মে মুচলেকাও নেওয়া হয় তাদের কাছ থেকে। জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা এলাকার মৃত আব্দুল সাত্তার মড়লের ছেলে আব্দুল কাদির মড়ল (৫৫), চৈতানগর এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২), লেংগুরা গ্রামের হাফাজ উদ্দিনের ছেলে আব্দুল হাসিম (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গণেশ্বরী নদী থেকে খনন যন্ত্রের (বাংলা ড্রেজার) মাধ্যমে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। উত্তোলিত বালু প্রশাসন ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় লরি ও ট্রাক যোগে পৌঁছে দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান বলেন, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। গতকাল সোমবার খবর পেয়ে ওই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এ সময় উত্তোলিত বালু জব্দ ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট