নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশিত:
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
৬৩
বার পড়া হয়েছে
দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা থেকে :-
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় পরিবেশ অধিদপ্তরে অভিযোগের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৭ এপ্রিল, রোববার সকালে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুমুরিয়াসহ আশেপাশের গ্রামের সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কান্দাপাড়া গ্রামের আসলাম উদ্দিনের ছেলে বিল্লাল ও গুমুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে রুকনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে ব্যক্তিগত উদ্দ্যোগে নদীর পাড়ের গুল্মজাতীয় উদ্ভিদ ও নানা রকমের ফুলফলের গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ হয়েছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গুমুরিয়াসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের চলাচলের উপকারের জন্য এলাকাবাসী সবাই মিলে রাস্তাটিতে মাটি দেওয়া হয়েছে। এতে দীর্ঘ ৪০ বছর আগের একটি রাস্তা চলাচলের জন্য সচল হয়েছে। এলাকাবাসী জানান আমরা গ্রামের সাধারণ কৃষকরা আগে কৃষিপণ্য সহজেই উপজেলা সদরে নিতে পারতাম না। কিন্তুু রাস্তাটিতে মাটি দেওয়ায় সহজেই আমরা কৃষিপণ্য উপজেলা সদরে নিতে পারছি৷
কিন্তুু পরিতাপের বিষয় হলো উদ্দেশ্য প্রণীত ভাবে ও হয়রানি করার জন্য এবং এলাকাবাসীর দুর্ভোগ যাতে দীর্ঘমেয়াদী করা যায় সেজন্য আমাদের গ্রামের বিল্লাল ও রুকনের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া অভিযোগটি করা হয়েছে। আমরা এই অভিযোগের তীব্র নিন্দা জানাই।
বিষয়টি জানতে নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বারহাট্টা উপজেলার গুমুরিয়া থেকে ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ কাটার অভিযোগ পেয়েছি। অভিযোগটির শুনানি ৩০ এপ্রিল করা হবে। শুনানির পরে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply