সন্ধ্যান চাই
…………..
আমি মোঃ খোকন,পিতা;আব্দুল সোবাহান,সাং,শাকপুর(নতুনবাজার),ডাকঘর,শাকপুর,উপজেলা,বরুড়া,জেলা,কুমিল্লা এর বাসিন্দা।আমি বরুড়ার নামতলার দুদু মিয়ার ষষ্ঠ সন্তান রুনা আক্তার এর সহিত পারিবারিক ভাবে ২০১৩ সালে বিয়ে হয়।
বর্তমানে আমার ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।গত ০১ মার্চ ২০২৫ ইংতারিখ থেকে রুনা আক্তার আমার রক্ষিত স্বনালংকার ও নগদটাকা সহসর্বমোট 5.00.000/_(পাচলাখ টাকা ) নিয়ে চলে যায়। অদ্যবিধি তাহার কোন খোঁজ পাওয়া যায়নি।
এই বিষয়ে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা
হয়েছে।যাহার নং ৮৫১,তারিখ.১৬/০৩/২০২৫ইং।
Leave a Reply