অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কাজিপুর উতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে এবার মোট ১৫৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে। শুধুমাত্র বোর্ড ফি দিয়ে তারা ফিলাপ করার সুযোগ পেয়েছে।
রবিবার খোঁজ নিয়ে জানা গেছে এবার বিজ্ঞান বিভাগে ৬৭ জন, মানবিক বিভাগে ৪৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছে।মেয়ের ফরম পূরণ করতে আসা কোরবান আলী জানান, শুধুমাত্র বোর্ড ফি দিয়ে আমার মেয়ের ফরম পূরণ করতে পেরেছি। ভালো লাগছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, আমরা মেধার মূল্যায়ণ করি। যারা নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল করে কেবল তারাই ফরম পূরণের সুযোগ পায়। এক্ষেত্রে কোন বাড়তি অর্থ নেয়া হয়না। আমাদের টার্গেট হলো এসএসসির রেজাল্টে ভালো কিছু করার। বিগত কয়েক বছর যাবৎ আমরা ধারাবাহিকভাবে ভালো করে আসছি। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছি। এসময় তিনি শিক্ষার্থী অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
৮/১২/২৪
Leave a Reply