1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা। নেত্রকোণা কেন্দুয়ায় শামীমের হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ড.হিলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে জনসভা।

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকালে, বুধন্তি ইউপি বাস স্ট্যান্ড সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এতে সভাপতিত্ব করেন বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, এবং সঞ্চালনা করেন আজিজুর রহমান (হেলাল) ও রাষ্ট্রু মিয়া।

ইঞ্জিনিয়ার শ্যামল তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর শাসনামলে এখানে বিএনপির কোনো সমাবেশ অনুষ্ঠিত হয়নি। তবে এবার প্রথমবারের মতো বুধন্তি ইউনিয়নে এই সমাবেশ করা হচ্ছে। তিনি বলেন, এই ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং অনেকেই কারাবরণ করেছেন।

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের শাসনকালে, জনগণ যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।” শ্যামল বর্তমান ইউনুস সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এবং অন্যান্য সমস্যার দিকে মনোযোগ দিয়ে শীঘ্রই নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি প্রশাসনকে নিরীহ মানুষকে হয়রানি না করার আহ্বান জানান এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

এছাড়া সাবেক পিপি এড. শফিকুল ইসলাম, এড. তরিকুল ইসলাম (রুমা), উপজেলা বিএনপির আহবায়ক জমির দস্তগীর, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া ইয়ার মহম্মদ রাসেলসহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট