আব্দুল্লাহ আল হৃদয়,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভারত থেকে চোরাইপথে আনা ব্লেজারের থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কুমিল্লা সেক্টরের অধীনে থাকা মুকুন্দপুর বিওপির একটি টহল দল ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮৫১.৩০ মিটার ভারতীয় ব্লেজারের থান কাপড় আটক করে।
আটক করা থান কাপড়ের সিজার মূল্য ধরা হয়েছে ৮৩,৩০,৮৫০ টাকা। পরে এসব কাপড় আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
এই অভিযানের মাধ্যমে চোরাচালান রোধে বিজিবি তাদের ভূমিকা পুনরায় প্রমাণ করেছে। বিজিবি সদস্যরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
Leave a Reply