1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা। নেত্রকোণা কেন্দুয়ায় শামীমের হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ড.হিলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

দুষ্কৃতকারীদের জন্য তদবির করলে কঠোর ব্যবস্থা —– আ জ ম নাছির

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
  1. চট্টগ্রাম প্রতিনিধি  : নাশকতা-নৈরাজ্যে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সুপারিশ বা তদবির করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তিনি একথা বলেন।
সভায় উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নগর আওয়ামী লীগের কয়েকজন নেতা কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা মোকাবেলায় দল, সরকার এবং প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করেন। এছাড়া চট্টগ্রামে দলীয় সংসদ সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন তারা। ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের পাশাপাশি নাশকতাকারীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ ও আপসহীন থাকার কথা বলেন সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা।

সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যারা সরকারি স্থাপনায় হামলা করেছে, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, নাশকতা-নৈরাজ্য করেছে, তাদের জন্য কোনো সহানুভূতি থাকতে পারবে না। যেসব সন্ত্রাসী-দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নেয়া হচ্ছে, তাদের দায়মুক্ত করার জন্য আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী যাতে সুপারিশ বা তদবির না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করছি। কেউ যদি এ ধরনের অনাকাঙ্খিত কার্যকলাপে যুক্ত হন, কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করার অভিজ্ঞতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগ সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে। আবারও ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।’
সভায় জানানো হয়, আগামী বুধবার (৩১ জুলাই) সকালে নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেন্দ্রে নির্দেশে উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া সভায় কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মাহবুবুল হক মিয়া, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, মোহাম্মদ হোসেন, শহীদুল আলম, জহরলাল হাজারী বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট