1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শাহরাস্তিতে চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা করে রাখা রাস্তা উন্মুক্ত করে দিলেন নির্বাহী অফিসার নিরুপম মজুমদার। কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই কাজিপুরে তেরশ শিক্ষার্থী পেলো ফলজ ও ওধুধি গাছের চারা। বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জীবমান উন্নয়নে এডভোকেসি সভা কাজিপুরের চরাঞ্চলে গরুর লাম্পি স্কিন ভাইরাসের ভয়াবহ সংক্রমণ। কাজিপুরে ৭ পিচ মোবাইল ফোনসেট সহ চোরের সর্দার গ্রেপ্তার। শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার বদলী স্থগিত করনের দাবীতে মানববন্ধন। বিজয়নগরে কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত।

যানজট মুক্ত পরিকল্পিত বরুড়া গড়তে সকলে সহায়তা দরকার আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম(এমপি)

  • প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বরুড়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ৩০ মার্চ- শনিবার বেলা সাড়ে এগারটায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীম বলেন, বরুড়া পৌরসভা সদর বাজার সহ সকল ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার সমুহে পরিকল্পিত বরুড়া ব্যবস্থা গড়ে তুলতে হবে, প্রত্যেকটি বাজারে সিএনজি অটোরিকশা, ব্যাটারী চালিত অটোরিকশার স্থায়ী স্ট্যান্ড স্থাপন করতে হবে, এই ক্ষেত্রে সহ সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপজেলা প্রশাসনের সাথে সমন্বিত একটি উদ্যোগ গ্রহন করে স্থানীয় সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে থেকে একটি শক্তিশালী কমিটি গঠন করে এই স্ট্যান্ড গুলো পরিচালনার দায়িত্ব দিয়ে দিতে হবে এবং কোন সিনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা গুলো বরুড়া সদর বাজারে এসে দাঁড়াতে পারবে না । তারা যাত্রীদের নামিয়ে তাদের জন্য নির্ধারিত এলাকার স্ট্যান্ডে চলে যেতে হবে আর তাহলেই বরুড়া বাজার যানজট মুক্ত হবে৷ আসন্ন ঈদকে সামনে রেখে বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি আবুল কালাম আজাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আর বাজারের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে বাজারের ব্যবসায়ীদের নিজেদের আরো শক্তিশালী একটি নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা গ্রহন করতে হবে। সাংবাদিক মোঃ ইকরামুল হকের প্রশ্নের জবাবে বরুড়ায় অবৈধ ভাবে কৃষি ভরাটের বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন সাংসদ শামীম, তিনি এ সময় বলেন এক টুকরো তিন ফসলী জমি কোন ভাবেই নষ্ট করা যাবেনা, যেখানেই যত প্রভাবশালী ব্যাক্তিই এই কৃষি জমি ভরাটের চেষ্টা করবে সেখানেই যেন কঠোর ব্যবস্থা গ্রহন করে প্রশাসন।
বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ আমীর হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীরের পক্ষ থেকে বরুড়া বাজারের স্থায়ী গনসৌচাগার বৃদ্ধি ও দৈনিক বাজার সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনেন এবং ফুটপাত দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করে।
মাদক নির্মূলে বরুড়া অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী কে কঠোর ভুমিকা নেওয়ার আদেশ দেন।
এর আগে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীমের সাথে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, পৌর মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ কামাল হোসেন, সহকারী কমিশনার ( ভুমি) হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ কামরুল হাসান সোহেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ, বরুড়া থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, পিআইও মোঃ শাহিন হোসেন, সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাজী মোঃ আমীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলার সকল দাপ্তরিক প্রধানগন সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট