1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের অভিযোগ বিজয়নগরে অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে প্রবাসী কল্যাণ সংগঠন। আওয়ামী লীগের ১৭ বছর আলেম ওলামাগণ নির্যাতনের শিকার ছিলেন- সেলিম রেজা। বিজয়নগরে উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ধর্মঘট: দ্বিতীয় দিনেও জনদুর্ভোগ চরমে। কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেত্রকোণা বারহাট্টা উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খান রিজভীর ইন্তেকাল। দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সভা রাষ্ট্রীয় শোকের দিনে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন না করায় তীব্র সমালোচনা।

কুমিল্লার বরুড়ায় বসত বাড়ী বিক্রয় করতে বাঁধা দেওয়ার মারধর থানায় অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

লিটন মজুমদার ( রির্পোটার) : কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামে গত ০৫ জুন ২৪ ইং তারিখে ঘটনাটি ঘটে। বরুড়া থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শশইয়া গ্রামের ডাক্তার বাড়ীর নিরাঞ্জন সরকার ছেলে শ্রীরুপ সরকার এর সহিত তাহার মৃত সারধা বিশ^াস (আপন মামা) দুলাল চন্দ্র বিশ^াস এর সহিত দীর্ঘদিন যাবৎ বসত বাড়ীর বিক্রয় ও দলিল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ও পাশাপাশি সামাজিক ভাবে দেন দরবার চলিয়া আসিতে ছিল। অনুসদ্ধানকালে জানা যায় দুলাল চন্দ্র বিশ^াস বসত বাড়ী বিক্রি করা বাবত শ্রীরুপ সরকার এর নিকট হইতে বিগত ১৮ বৎসর পূর্বে তাহার মামা বসত বাড়ী বিক্রি করার শর্তে দুলাল বিশ^াস তিন লক্ষ টাকা গ্রহণ করেন। কিন্তু শ্রীরুপ চন্দ্র সরকার প্রবাসে থাকার কারণে দলিল সর্ম্পূণ করতে পারে নাই। জানা যায় দুলাল চন্দ্র বিশ্বাস তাহার আপন ভাগিনা শ্রীরুপ সরকার এর সহিত বসত বাড়ী বিক্রি করায় বাবত নেওয়া টাকা ফেরত না দিয়ে শশইয়া গ্রামের মৃত হরেন্দ্র সরকারে ছেলে পরিমল সরকারের বাড়ীতে নিকট বিক্রি করার বিষয়ে জানাতে পেরে স্থানীয় লোক জন নিয়ে বিষয়টি জানার জন্য পরিমল চন্দ্র সরকারের বাড়ীতে গেলে শ্রীরুপ সরকারকে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি প্রদান করে। পূর্বে বিরোধের জের গত ০৫ জুন ২৪ইং সকালে অনুমান ৭:৩০ মিনিটের সময় শ্রীরুপ সরকার কে তাহার বাড়ীর প¦ার্শে একলা পাইয়া পরিমল সরকারসহ অন্যান্য বিবাদীরা এলো পাথারী মারধর করে। ঘটনা স্থলে এলাকার লোকবল এগিয়ে আসলে পরিমল সরকার গং চলে যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি প্রদান করে। এই ঘটনার বিষয়ে নিরাঞ্জন সরকার ছেলে শ্রীরুপ সরকার বাদী হয়ে (০১) পরিমল চন্দ্র সরকার, (০২) দুলাল বিশ্বাস, (০৩) সুমান ,বিশ্বাস (০৪) পালাশ সরকার, (০৫) বিনোদ সরকার, সহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে গত ০৫ জুন ২৪ ইং তারিখে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের বিষয়ে বরুড়া থানায় এস.আই লক্ষণ চন্দ্র শীল জানতে চাইলে তিনি জানান আমি ঘটনা স্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। অভিযোগ কারী শ্রীরুপ সরকার জানান বিগত ১৮ বছর পূর্বে আমার মামা দুলাল বিশ^াসের বসত বাড়ী বিক্রি করার শর্তে আমার নিকট হইতে নগদ তিন লক্ষ টাকা গ্রহণ করে, তখন আমি প্রবাসে ছিলাম। আমাকে বলেছিল দেশে আসলে পরে আমাকে দলিল করে দিবে। আমার আপন মামা হাওয়া আমি সরল বিশ^াসে নগদ দেওয়া টাকার কোনো প্রমাণপত্র রাখার প্রয়োজন মনে করি নাই। আমি আমার পরিবার সহ বসত বিটা দীর্ঘ দিন যাবত বসবাস করে আসিতেছি। দুলাল চন্দ্র বিশ^াসের নিকট ঘটনা বিস্ততারিত জানার জন্য তাহার মুঠোফোনে কল করলে তিনি জানান আমি শ্রীরুপ সরকার আমার আপন ভাগিনা হয়। প্রবাসে থাকাকালীন সময়ে টাকা তিন লক্ষ টাকা দিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে হিসাব করলে আমি তাহার নিকট হইতে আরও টাকা পাওনা থাকি। দুলাল চন্দ্র বিশ্বাস জানান তাহার ভাগিনা শ্রীরুপ চন্দ্র সরকার বিভিন্ন সময়ে হুমকি দমিকি দিয়েছে আইনী সহয়তা বিষয়ে জানতে চাইলে জানান আমার আপন ভাগিনা তাই আমি আইনী আশ্রায় গ্রহণ করি নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট