মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসির (৪০)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ভাওরখোলা গ্রামের উত্তর পাড়ার এক শিশু (৮) এই নৃশংস ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির একই গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। জানা গেছে, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের আত্মীয়। শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
তবে পরিতাপের বিষয় হলো, ঘটনার পরপরই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভুক্তভোগীর পরিবার গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় সাংবাদিকদের ধারাবাহিক লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভাওরখোলা ইউনিয়নজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন নৃশংস ঘটনায় এলাকাবাসী হতবাক এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন,
“স্থানীয় সাংবাদিকদের লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত ও কঠোর বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত