
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ইসলামপুরের পশ্চিম পাশে প্রবাহিত সোনাই নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) একটি অভিযান পরিচালিত হয়েছে।
বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাহিদ ফাতেমা স্যার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ বাঁধটি অপসারণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ বাঁধের কারণে সোনাই নদীর পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যা আশপাশের কৃষিজমি ও পরিবেশের জন্য ক্ষতিকর ছিল। অভিযান পরিচালনার মাধ্যমে নদীর স্বাভাবিক গতিপথ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা বলেন, নদী দখল ও অবৈধ স্থাপনা কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানান।