মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেঘনা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন—
১. আফজাল হোসেন (২৮), পিতা: তোফাজ্জল হোসেন, গ্রাম: মামরতপুর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
২. রুনা আক্তার (৩০), পিতা: মৃত সুন্দর আলী, গ্রাম: শিকিরগাঁও, থানা: মেঘনা, জেলা: কুমিল্লা।
মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের জব্দকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।
মেঘনা থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত