আবদুল্লাহ আল হৃদয়ঃ–
তিতাস গ্যাস সমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে শহরের কাউতলী মোড়ে 'সর্বস্তরের জনতা'র ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে ব্যবহার হলেও জেলার মানুষ দীর্ঘ দিন ধরে গ্যাস বঞ্চিত।
বর্তমান সরবরাহকারী 'বাখরাবাদ গ্যাস' বাতিল করে পুনরায় 'তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন' কোম্পানির আওতায় জেলাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
দ্রুত নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা না হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সারাদেশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত