কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলায় চলন্ত একটি বাসের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পুড়ে যাওয়া বাসের ভেতর থেকে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত