1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনার ভাওরখোলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের লেখালেখির পর অভিযুক্ত আটক বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষিজমি রক্ষায় জিরো টলারেন্স: চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় লাখ টাকা দণ্ড” সোনাই নদীতে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান আখাউড়ায় সনদহীন চিকিৎসা: নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা। চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে সুপারভাইজার নিহত। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার গ্রেপ্তার মেঘনার শিকিরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ আটক ২ হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে কম্বল বিতরণ

রাজশাহীর বাঘায় চরাঞ্চলে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী গুরুতর আহত

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলে দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা বাঘা উপজেলার করালি নওসারা এলাকার কালু মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত সোহেলের বাড়ির বাইরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘুমন্ত অবস্থায় সোহেল ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হন।

আহত নারীকে তাৎক্ষণিকভাবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেছেন, ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র দলের সদস্যরা এই হামলা চালিয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ঘটনার পরপরই বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিহত সোহেল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, নিহতের জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে নাটোরের লালপুর উল্লেখ রয়েছে। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় নিহত ব্যক্তির বাড়ি লালপুর নাকি বাঘা থানার আওতায় পড়ে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছাকাছি হওয়ায় প্রথমে আহত ও নিহতকে সেখানেই নেওয়া হয়। পরে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কারা এই হামলার সঙ্গে জড়িত—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি প্রত্যন্ত চরাঞ্চলে ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট