
অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-
গত ৩১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সোয়া ৬ টায় কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স এম রেজাউল করিম এর গোডাউন পরিদর্শন কালে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর বিধিমালা ভঙ্গ করে অতিরিক্ত ৪৬ বস্তা (আনুমানিক প্রায় ২৩০০ কেজি) সার মজুদের প্রমাণ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত মজুদ সার জব্ধ করে সরকারি রেটে ৬১,১৮০/- টাকা নিলাম করা হয় এবং উক্ত আইনের ১২(১) ধারা ভঙ্গের কারণে ১০,০০০/- হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদানের রায় । অর্থদণ্ড তাতক্ষণিকভাবে আদায় হওয়ায় এবং ভবিষ্যতে আর অপরাধ না করার মুচলেকা প্রদান করায় তাকে অব্যবহিত প্রদান করা হয়।