
নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল ব্যাংক পিএলসি ও “মানহা ফিনটেক টেকনোলজি লিমিটেড” সংক্রান্ত একটি অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাকারিয়া তাহের সুমন।
এক লিখিত প্রতিবাদে তিনি বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জাকারিয়া তাহের সুমন দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একটি মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। তিনি বলেন, “আমি সবসময় আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছি এবং সংশ্লিষ্ট বিষয়ে আমার অবস্থান স্পষ্টভাবে দুদকের কাছেও লিখিতভাবে ব্যাখ্যা করেছি।”
তিনি আরও বলেন, অতীত সরকারের সময়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের দীর্ঘমেয়াদি একচেটিয়া প্রভাব, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি একাধিকবার আপত্তি জানিয়েছেন। বোর্ড মিটিংয়ে অনিয়মিত ঋণ বিতরণ ও অডিট সংক্রান্ত বিষয়েও তার অবস্থান ছিল স্পষ্ট। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি প্রভাবশালী চক্র এখন তাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, দুদকের অনুসন্ধান প্রক্রিয়ায় তার নাম থাকা মানেই অপরাধী হওয়া নয়। বরং আইন অনুযায়ী অনুসন্ধানে অংশগ্রহণ করাই নাগরিক দায়িত্ব। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “অন্যায় ও দুর্নীতির সঙ্গে আমার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই।”
তিনি অভিযোগ করেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও কুমিল্লার কয়েকটি স্থানীয় পত্রিকা যাচাই-বাছাই ছাড়াই তাকে ‘শিরোনাম করে’ অর্থ আত্মসাতের সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে, যা চরম দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার উদাহরণ। এমন সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
প্রতিবাদের শেষাংশে জাকারিয়া তাহের সুমন বলেন, “আমি এই অসত্য ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে অবিলম্বে দায়িত্বশীল আচরণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানাই। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব।”