আবদুল্লাহ আল হৃদয়ঃ–
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন দাখিল শেষে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ যদি আমাকে রায় দেন, তাহলে এই আসনকে একটি আধুনিক ও উন্নত মডেলের সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলবো।”
এদিকে একই দিন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে বিজয়নগর উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকীবের নিকটও মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবিএম মুমিনুল হক, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় ও বিজয়নগর উপজেলা নির্বাচন অফিস চত্বরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত