আবদুল্লাহ আল হৃদয় | ব্রাহ্মণবাড়িয়া
স্বাধীনতার পর জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করেছিলেন ভাষাসৈনিক অলি আহাদ। সেই ঐতিহাসিক আসনেই এবার মরহুম বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহনের ইঙ্গিত দিলেন তাঁর কন্যা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় রাজনীতিতে এটিকে রুমিন ফারহানার প্রতি তৃণমূল পর্যায়ের জোরালো সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে আলী হোসেন গণমাধ্যমকে বলেন,
“নেতাকর্মীদের প্রবল চাপ এবং সাধারণ মানুষের প্রত্যাশার কারণে আজ ব্যারিস্টার রুমিন ফারহানা আপার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। পরবর্তী করণীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।”
উল্লেখ্য, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত অর্ধডজন প্রভাবশালী নেতা। তবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের নাম ঘোষণা করা হয়।
জোটের এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন,
“বিএনপির মতো বড় দলকে জোটের স্বার্থে অনেক সময় আপস করতে হয়। জমিয়তের সঙ্গে জোট রক্ষায় দল হয়তো বাধ্য হয়ে এই আসন ছেড়ে দিয়েছে।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“যদি ব্যবস্থা নিতে হয়, তারা অবশ্যই নেবেন। আমি কাউকে বাধা দিতে পারব না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার অনড় অবস্থান এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত তিনি ভোটের মাঠে থাকেন কি না, নাকি দলীয় ও জোটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত