ডেক্স রিপোর্ট
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের লগ্নসার গ্রামে অবৈধভাবে কৃষিজমি নষ্ট করে স্কেভেটরের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কৃষিজমির টপসয়েল কেটে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। এ সময় তিনি অবৈধভাবে কৃষিজমি নষ্ট না করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত