আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫।) জামিয়ার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক অনন্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের ছোট ভাই হাফেজ কাজী সিরাজুল ইসলাম। খতমে বুখারী উপলক্ষে শিক্ষার্থীদের দরস প্রদান ও দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি মোবারক উল্লাহ।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ও জামিয়া ইউনুছিয়ার শিক্ষা সচিব এবং শায়খুল হাদিস মুফতি সামসুল হক সুফিজী এবং আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি বুরহান উদ্দিন ক্বাসেমী। তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব, হাদিস চর্চার প্রয়োজনীয়তা এবং নৈতিক চরিত্র গঠনে কোরআন-সুন্নাহর ভূমিকা তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি সাঈদ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী মোঃ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান, ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুখলেসুর রহমান, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দরস ও নসিহা প্রদান শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্তি ঘটে এ গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত