আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম মেম্বার আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) তিনি এক বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
আবুল কাসেম মেম্বার জানান, তার পরিবারের সবাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। প্রায় দুই বছর আগে তিনি ওয়ার্ড মেম্বার নির্বাচিত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের কমিটি গঠনের সময় তাকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি তার পরিবারের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি নিজেকে অস্বস্তিতে অনুভব করছিলেন।
তিনি বলেন, “আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ওয়ার্ড মেম্বার হওয়ার পর কমিটি করার সময় আমাকে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু আমি শুরু থেকেই এ পদে স্বাচ্ছন্দ্যবোধ করিনি। তাই আজ থেকে আমি আওয়ামী লীগ ও কমিটির সদস্য পদসহ সকল কার্যক্রম থেকে পদত্যাগ করছি। আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হবো না।”
তার পদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই পদত্যাগকে কেন্দ্র করে এলাকায় নানান রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের সম্ভাবনার কথা স্থানীয়রা উল্লেখ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত