আবদুল্লাহ আল হৃদযঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই ধর্মীয় ও রাজনৈতিক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেনু মিয়া।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম। ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা এ সময় দেশনেত্রীর স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা প্রার্থনা করেন।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে রতন মোল্লা, সাজ্জাদ হোসেন খোকন, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম মন্জু, মোশাহিদুল ইসলাম সোহেল, বাহারাম খান, শুক্কুর আল মাহমুদ ও শামিম ফকিরসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুবদল নেতা মনির হোসেন মোল্লা। এসময় উপস্থিত নেতাকর্মীরা আবেগঘন পরিবেশে দোয়ায় অংশ নেন এবং আমিনের ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত