জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
নেত্রকোণা জেলা পুলিশে নতুন নেতৃত্বের সূচনা হলো মো. তরিকুল ইসলামকে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে। রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এরপর নবাগত এসপি মো. তরিকুল ইসলাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন , হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল), সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল), আল-ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল),
গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল), এবং জেলার সকল থানার অফিসার ইন-চার্জগণ।
২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মো. তরিকুল ইসলাম কুষ্টিয়া জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। যোগদানের পর থেকে বাংলাদেশ পুলিশের নানা ইউনিটে দায়িত্বশীলতা, সততা ও কর্মদক্ষতার পরিচয় রেখে তিনি সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। নেত্রকোণায় যোগদানের আগে তিনি লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জেলা পুলিশের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত