আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ইরাকের রাজধানী বাগদাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, ইরাক বাগদাদ প্রবাসী যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মো. জলিল মিয়া, মো. সোলায়মান এবং মো. জহির সরদার। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রবাসী বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আইয়ুব শেখ, মো. নাজমুল হোসেন, মো. আব্দুল হাকিম, মো. আব্দুল আলিম, মো. সোহেল মিয়া, মো. সেলিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আব্দুল হালিম ও মো. ইদ্রিস মিয়া প্রমুখ।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই দোয়া মাহফিলে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত