
লাকসাম প্রতিনিধি।।
লাকসামে তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ অপমানজনক আচরণ ও হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রথমে জাফর আহমেদ লাকসাম উপজেলা প্রকৌশলীর নিকট নিয়ম অনুযায়ী তথ্য চান। কিন্তু প্রকৌশলী তথ্য সরবরাহ না করায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আবেদন করেন। ইউএনও আবেদনটি উপজেলা প্রকৌশল শাখায় পাঠিয়ে যথাযথ তথ্য প্রদানের নির্দেশ দেন।
পরে নির্দেশনা অনুযায়ী প্রকৌশলীর কার্যালয় থেকে তাকে ৩০ টাকার চালান জমা দিয়ে তথ্য সংগ্রহ করতে বলা হয়। চালান জমা দিয়ে ১৮ নভেম্বর বিকেলে তথ্য নিতে গেলে কমিউনিটি অর্গানাইজার (সিও) মোঃ নিজাম উদ্দিন তাকে মাত্র ৯ পৃষ্ঠার সত্যায়নবিহীন কপি সরবরাহ করেন। সরকার নির্ধারিত হিসাব অনুযায়ী যার মূল্য হওয়া উচিত ছিল ১৮ টাকা।
এ বিষয়ে প্রশ্ন করায় সিও নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নেতা জাফর আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাকে মারতে উদ্যত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, নিজাম উদ্দিন প্রায় ১৮–১৯ বছর ধরে একই অফিসে থেকে প্রভাব বিস্তার করে আসছেন। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও কর্তৃত্ববাদী আচরণের কারণে সেবা গ্রহীতারা ক্ষুব্ধ হলেও ভয়-ভীতির কারণে কেউ অভিযোগ করতে সাহস পান না।
জাফর আহমেদ তার অভিযোগপত্রে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সিও নিজাম উদ্দিনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন যে মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।